নেত্রকোনায় ট্রাকচাপায় ডিবি পুলিশসহ নিহত ২
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মে) রাত ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের গোয়ালাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলা ডিবির সহকারী উপপরিদর্শক (এসএসআই) সৈয়দ মিরাজ হোসেন ও তার সোর্স মো. রাজু মিয়া।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত উত্তম কুমার রায় জানান, অস্ত্র উদ্ধারের একটি সফল অভিযান শেষে পূর্বধলা থেকে মোটরসাইকেল চড়ে নেত্রকোনা ডিবি কার্যালয়ে ফিরছিলেন মিরাজ ও সোর্স রাজু। পরে তারা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়ন এলাকার আরাফাত অটো রাইস মিলের সামনে এলে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মিরাজ ও রাজু মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করেছে স্থানীয় লোকজন।
(দ্য রিপোর্ট/এনটি/মে ১১, ২০১৮)