দ্য রিপোর্ট প্রতিবেদক: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে দুই একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। শনিবার বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় অধিবেশনের শুরুতে এস এম জাকির হোসাইন এসব কথা বলেন।

জাকির বলেন, ‘কমিটির জন্য যোগ্যতার ভিত্তিতে কিছু নাম নেত্রীর (আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছে জমা দেওয়া হয়েছে। শিগগিরই মাননীয় নেত্রী নতুন নেতৃত্বের বিষয় আমাদের জানিয়ে দেবেন। এ জন্য হয়তো দু-একদিন সময়ও লাগতে পারে কমিটি ঘোষণা আসতে।’

এর আগে শুক্রবার রাতের মধ্যেই চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে ছাত্রলীগের পদপ্রত্যাশী বৈধ প্রার্থীদের তালিকা।

শুক্রবার রাতে সংগঠনের ২৯তম কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার আরিফুর রহমান লিমন, নির্বাচন কমিশনার নওশাদ উদ্দিন সুজন ও সাকিব হাসান সুইম।

এর আগে শুক্রবার বিকেলে ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় সংগঠনের নেতা নির্বাচনে ২৮ বছর বয়স নির্ধারণের ঘোষণা দেন সংগঠনটির সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ বিভিন্ন কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১২, ২০১৮)