রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসের ধাক্কায় রাশিদা বেগম (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সুলতানগঞ্জ বাজার মাজার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাশিদা উপজেলার সারাংপুর পুলিশপাড়ার ইসরাইলের স্ত্রী।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন গণমাধ্যমকে জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে সুলতানগঞ্জ বাজার মাজার গেটের সামনে এলে পথচারী রাশিদাকে রাস্তা পারাপারের সময় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৩, ২০১৮)