নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে আদম আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আসাদুল্লাহ নামে অপর একজন।

উপজেলার মাহমুদপুর ইউনিয়নে শ্রীনিবাসদী গ্রামে রবিবার (১৩ মে) দুপুর পৌনে ২টায় এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী শ্রীনিবাসদী গ্রামে বসবাস করতেন। তিনি কৃষিকাজ করতেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, ক্ষেতে ছাগল আনতে গিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আদম আলীর মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এমএম/এমএসআর/মে ১৩, ২০১৮)