যশোরে বোমা হামলায় তরুণলীগ নেতা নিহত
যশোর প্রতিনিধি : যশোরে দুর্বৃত্তদের বোমা হামলায় তরুণলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।
রবিবার (১৩ মে) রাত পৌনে ১২টার দিকে শহরের পালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১১টার দিকে শহরের পালবাড়ি এলাকায় দাঁড়িয়ে ছিলেন শেখ মনিরুল ইসলাম। এসময় দৃর্বত্তরা তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানিয়েছেন, হাসপাতালের আনার কিছুক্ষণ পর মনিরুল মারা যান।
যশোর কোতয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, দুর্বৃত্তদের বোমা হামলায় মনিরুল নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় কেউ আটক নেই।
(দ্য রিপোর্ট/এনটি/মে ১৪, ২০১৮)