চবি প্রতিনিধি : কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস ও পরীক্ষা বর্জন করে শাটল ট্রেন আটকে বিক্ষোভ করছে আন্দোলনকারী কোটাবিরোধীরা।

সোমবার (১৪ মে) সকাল ৮টার শাটল ট্রেনটি আটকে দেয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চবি শাখা।

ষোলশহরের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, সকাল ৭টা থেকে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনকারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৭টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে নগরের ষোলশহর স্টেশনে অবস্থান নেন এ সময় তারা রেললাইন অবরোধ করে রাখেন। ৮টার শাটল ট্রেনটি ছেড়ে যেতে চাইলে তারা বাধা দেয়। ফলে বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেনটি চলাচল বন্ধ হয়ে যায়।

পরিষদের চবি শাখার প্রধান সমন্বয়ক মো. আরজু বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়ায় সোমবার সারা দেশের মতো চবিতেও ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৪, ২০১৮)