শনিবার পদত্যাগপত্র জমা দেবেন সুরঞ্জিত
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দফতরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শনিবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামুদ্দিন মিলনায়তনে শুক্রবার নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিলে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের মন্ত্রিসভা গঠন ও পুনর্গঠনে সুবিধা হবে। সম্প্রতি পাবনার সাঁথিয়ায় হামলার ঘটনায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, হামলার অনেক আসামীকে মন্ত্রীর মিছিলের পেছনে দেখা যাচ্ছে। সত্যই যদি হামলাকারীদের কোনও মন্ত্রীর মিছিলে দেখা যায় তা অত্যন্ত দুঃখজনক। সরকারের দায়িত্বশীল পদে যারা আছেন তাদের সাবধান থাকতে হবে।
তিনি বলেন, আমরা সচরাচর লক্ষ্য করি আইনশৃঙ্খলা বাহিনী কোনও ঘটনা ঘটার পর ঘটনাস্থলে উপস্থিত হয়। আমরা আশা করবো আইনশৃঙ্খলা বাহিনী আরো দায়িত্বশীল হয়ে ঘটনা ঘটার আগেই ঘটনাস্থলে পৌঁছাবে, সরকারের ভাবমূর্তি রক্ষা করবে।
বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে দফতরবিহীন এই মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে কোন কোন মন্ত্রণালয় চান তা প্রস্তাব করুন। যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্গ ত্যাগ করে আলোচনায় আসুন। আলোচনা হতে পারে তবে সাংবিধানিক কাঠামোর মধ্যেই হতে হবে। আন্দোলন এবং আলোচনা এক সঙ্গে চলতে পারে না। পৃথিবীর কোথাও এমন নিয়ম নেই। নিষ্ঠুর বর্বরোচিত হরতাল থেকে সরে আসুন এবং শিশু-কিশোর হত্যা থেকে বিরত থাকুন।
সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন হুমায়ুন কবির মিজি।
(দিরিপোর্ট২৪/আমান/এপি/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)