কেসিসির কাউন্সিলর নির্বাচিত হলেন যারা
খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এর মধ্যে অনেকেই পুনর্নিবাচিত হয়েছে। তবে, বেশ কয়েকটি নতুন মুখ এসেছেন।
মঙ্গলবার (১৫ মে) ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ১৩ জন আওয়ামী লীগের, ১০ জন বিএনপির এবং বাকি ৮ জন স্বতন্ত্র।
নির্বাচিত কাউন্সিলররা হলেন- ১নং ওয়ার্ডে শেখ আব্দুর রাজ্জাক (আ.লীগ), ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম (বিএনপি), ৩নং ওয়ার্ডে আব্দুস সালাম (আ.লীগ), ৪নং ওয়ার্ডে কবির হোসেন কবু মোল্লা (স্বতন্ত্র), ৫নং ওয়ার্ডে মোহাম্মদ আলী (স্বতন্ত্র), ৬নং ওয়ার্ডে সামসুদ্দিন আহমেদ প্রিন্স (বিএনপি), ৭নং ওয়ার্ডে সুলতান মাহমুদ পিন্টু (বিএনপি), ৮নং ওয়ার্ডে সাইদুর রহমান ডালিম (বিএনপি), ৯নং ওয়ার্ডে মাহফুজুর রহমান লিটন (স্বতন্ত্র), ১০নং ওয়ার্ডে তালাত হোসেন কাউট (স্বতন্ত্র), ১১নং ওয়ার্ডে মুন্সি আব্দুল ওয়াদুদ (আ.লীগ), ১২নং ওয়ার্ডে শেখ মনিরুজ্জামান (স্বতন্ত্র), ১৩নং ওয়ার্ডে খুরশিদ আহমেদ টোনা (আ.লীগ), ১৪নং ওয়ার্ডে মোশারফ হোসেন (আ.লীগ), ১৫নং ওয়ার্ডে আমিনুল ইসলাম মুন্না (আ.লীগ), ১৬নং ওয়ার্ডে আনিসুর রহমান বিশ্বাস (স্বতন্ত্র), ১৭নং ওয়ার্ডে হাফিজুর রহমান (স্বতন্ত্র), ১৮নং ওয়ার্ডে হাফিজুর রহমান মনি (বিএনপি), ১৯নং ওয়ার্ডে আশফাকুর রহমান কাকন (বিএনপি), ২০নং ওয়ার্ডে গাউসুল আজম (বিএনপি), ২১নং ওয়ার্ডে সামসুদ্দিন মিয়া স্বপন (আ.লীগ), ২২নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ বিকু (আ.লীগ), ২৩নং ওয়ার্ডে ইমাম হাসান ময়না (স্বতন্ত্র), ২৪নং ওয়ার্ডে শমসের আলী মিন্টু (বিএনপি), ২৫নং ওয়ার্ডে আলী আকবর টিপু (আ.লীগ), ২৬নং ওয়ার্ডে গোলাম মওলা শানু (স্বতন্ত্র), ২৭নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন (আ.লীগ), ২৮নং ওয়ার্ডে আজমল আহমেদ তপন (আ.লীগ), ২৯নং ওয়ার্ডে ফকির সাইফুল ইসলাম (আ.লীগ), ৩০নং ওয়ার্ডে এস এম মোজাফফর রশীদি রেজা (আ.লীগ) এবং ৩১নং ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু (স্বতন্ত্র)।
২৮৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রের ভোট অনিয়মের কারণে স্থগিত হয়েছে। বাকি ২৮৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
(দ্য রিপোর্ট/এনটি/মে ১৬, ২০১৮)