কোটা আন্দোলনে সংঘাতের প্রতিবেদন ২৫ জুন
দ্য রিপোর্ট প্রতিবেদক : কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ভাঙচুর, পুলিশকে মারধর ও ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ মে) ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এ দিন ধার্য করেন।
এদিন চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যকাজে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগে শাহবাগ থানার ১০ এপ্রিল চারটি মামলা করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি। আর ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে আরও একটি মামলাটি করেন। তবে চার মামলাই আসামিদের নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।
এর মধ্যে ভিসির বাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধার দুই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুই মামলাই রিমান্ডে নেয়া হয়েছে।
তারা হলেন-রাকিবুল হাসান, আলী হোসেন শেখ, মাসুদ আলম ও আবু সাঈদ ফজলে রাব্বির।
(দ্য রিপোর্ট/এনটি/মে ১৭, ২০১৮)