জাপানে ৫.৩ মাত্রার ভূমিকম্প
দ্য রিপোর্ট ডেস্ক : জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে।
দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বৃহস্পতিবার জাপানের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছ।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চিবা উপকূলে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। পাওয়া যায়নি কোনও হতাহতের খবরও।
এর আগে সর্বশেষ ২০১৬ সালে ভয়াবহ ভূমিকম্প দেখেছিল জাপান। সেই ভূমিকম্পে অন্তত ৯ জন নিহত ও এক হাজার জন আহত হয়েছিলেন।
(দ্য রিপোর্ট/এনটি/মে ১৭, ২০১৮)