যুক্তরাজ্যে সহযোগী প্রতিষ্ঠান করবে রেনেটা
দ্য রিপোর্ট ডেস্ক : ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেনেটার পরিচালনা পর্ষদ যুক্তরাজ্যে সহযোগী কোম্পানি স্থাপনের অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যুক্তরাজ্য নিয়ন্ত্রক সংস্থা ইউ দেশগুলোতে রেনেটার পণ্য রপ্তানির সকল প্রয়োজনীয়তা পূরণ করেছে।
প্রসঙ্গত, এর আগে রেনেটা যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট এজেন্সি (এমএইচআরএ) কর্তৃক দুইটি ওষুধ বিক্রির অনুমোদন পেয়েছে।
ওষুধ দুইটি হলো: হাইড্রোকার্টিসন ১০ মিলিগ্রাম এবং ২০ মিলিগ্রাম ট্যাবলেট ও কোলসিসা্ইন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেট।
জানা গেছে, যুক্তরাজ্যের মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস এজেন্সি (এমএইচআরএ) ঔষুধ তৈরির জন্য কোম্পানিটির মিরপুর ও রাজেন্দ্রপুরের ফ্যাক্টরি অনুমোদন করেছে।কোম্পানিটি এরই মধ্যে যুক্তরাজ্য থেকে নিবন্ধন পেয়েছে।
রেনাটা লিমিটেডের এই অর্জনকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার এভ্রিভিয়েশন নিউ ড্রাগ অ্যাপলিকেশন (এএনডিএএস)।
দুইটি উৎপাদনকারী কারখানা হলো: মিরপুর ও রাজেন্দ্রপুরকে আইএসও ১৪০০১: ২০১৫ (পরিবেশগত ব্যবস্থাপনা) এবং বিএস ওএইচএসএএস ১৮০০১: ২০০৭ (পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা)
এদিকে, ইউকের পর এই বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রেও ব্যবসা শুরু করার আশা প্রকাশ করেছে রেনেটা।
(দ্য রিপোর্ট/এনটি/মে ১৭, ২০১৮)