চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব বলছে নিহত ওই ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, উপজেলার ৪ নম্বর বেড়িবাঁধের তাঁতিপাড়া ঘাট এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

তিনি বলেন, রাতে তাঁতিপাড়া ঘাটে র‌্যাব সদস্যরা নিয়মিত মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে।

এক পর্যায়ে সবাই পিছু হটলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও সাড়ে ছয় কেজি গাঁজা উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাবের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৮, ২০১৮)