যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের কদমতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তিরা সন্ত্রাসী ছিলেন।

নিহত তিনজন হলেন অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭), একই গ্রামের আবদুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান (৩৮) ও আবদুস সাত্তার কাঁসারীর ছেলে মিলন কাঁসারী (৪০)।

নিহত ব্যক্তিদের পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, গভীর রাতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন মারা যান। মরদেহ তিনটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভয়নগর থানায় নেওয়া হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া গণমাধ্যমকে জানান, শনিবার সকালে র‍্যাব তিনটি মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহ তিনটি এখন থানায় আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৯, ২০১৮)