ট্রেক্সাসের পর জর্জিয়ায় স্কুলে গুলি, নিহত ১
দ্য রিপোর্ট ডেস্ক : ট্রেক্সাসে একটি হাই স্কুলে গুলির ঘটনার রেশ না কাটতেই এবার জর্জিয়ায় একটি স্কুলে গুলির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
ক্ল্যাতন কাউন্টি পুলিশ বিভাগ জানিয়েছে, ম্যাট. জিয়ন হাই স্কুলে বন্দুকধারী একজনকে পায়ে ও অন্যজনকে তিনটি গুলি করেছে। গুলিবিদ্ধ দু’জনই নারী।
আটলান্টা থেকে ২০ মাইল দক্ষিণে ওই গুলির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এর বাইরে আর কোনো তথ্য জানায়নি পুলিশ।
এর আগে স্থানীয় সময় শুক্রবার (১৮ মে) সকালে টেক্সাসের সান্তা ইফ হাই স্কুলে বন্দুকধারীর হামলায় ১০ জন হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে নয়জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। হামলাকারী ১৭ বছর বয়সী কিশোর। তবে সে ওই স্কুলে শিক্ষার্থী কিনা সে বিষয়ে জানা যায়নি।
(দ্য রিপোর্ট/এনটি/মে ১৯, ২০১৮)