দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের গুজরাটে একটি ট্রাক উল্টে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরো ৭ জন। ট্রাকটি সিমেন্টবোঝাই ছিল বলে জানা গেছে।

শনিবার (১৯ মে) সকালে দুর্ঘটনা ঘটে। নিউজ এজেন্সি এএনআই-এর বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গুজরাটের ভাবনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানটি আহমেদাবাদ থেকে ১৭০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সকালে বাভালিয়া গ্রামের কাছে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এতে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৯, ২০১৮)