ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার খোরশেদ মিয়ার ছেলে নসর মিয়া (১৭), ফারুক মিয়ার ছেলে আরমান (১৭) ও লুক্ক মিয়ার ছেলে সাইদুল (১৮)।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, সাহরি খেয়ে সকালে গ্যাস নেয়ার জন্য সিএনজি অটোরিকশা চালক সাইদুল তার দুই বন্ধু আরমান ও নসরকে নিয়ে বিশ্বরোড পাম্পে যান। গ্যাস নিয়ে ফেরার পথে মালিহাতা বাজারের সামনে একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঠিক কোন গাড়ি চাপা দিয়েছে সেটি জানা যায়নি। এ ঘটনা অটোরিকশা আরোহী নসর ঘটনাস্থলেই মারা যান। আহত বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরমান ও সাইদুলের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৯, ২০১৮)