নাটোরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি: নিখোঁজের তিনদিন পর নাটোরের বড়াইগ্রাম থেকে শান্ত শেখ (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সিঙ্গালাল বিল থেকে শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শান্ত শেখ উপজেলার গড়মাটি পশ্চিমপাড়া গ্রামের মামুদ আলী জামালের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দোকানে যাওয়ার কথা বলে শান্ত শেখ বাড়ি থেকে বের হন। পরে রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারে লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় না। পরে শনিবার দুপুরে এলাকাবাসী সিঙ্গালাল বিলে তামাক ক্ষেতে শান্তর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
তিনি জানান, পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমএসআর/মে ১৯, ২০১৮)