রোজা ভাঙার কারণ
দ্য রিপোর্ট ডেস্ক: পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এটি সংযমের মাস। সারা বিশ্বের মুসলমানরা এ মাসটিতে সংযম ও ইবাদত বন্দেগির মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধির জন্য কাজ করেন।
রোজার ছওয়াব সম্পর্কে আল্লাহ তায়ালা নিজেই বলেন, নিশ্চয়ই রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমিই দেব। (মুসলিম শরীফ, ১১৫১/১৬৫)। আমরা আজ জানব যেসব কারণে রোজা ভেঙে যায়। এছাড়াও যেসব কারণে রোজা ভেঙে ফেললে কাযা ওয়াজিব হয় সে সম্পর্কেও অবগত হব।
যেসব কারণে রোজা ভেঙে যায়
১. ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে।
২. ইচ্ছা করে মুখ ভর্তি বমি করলে।
৩. পাথর লোহার টুকরা বা ফলের আটি ইত্যাদি গিলে ফেলা।
৪. এমন জিনিস পানাহার করা যা খাদ্য বা ওষুধ রূপে ব্যবহার হয়।
৫. কান বা নাকের ভিতর ওষুধ দেয়া।
যেসব কারণে রোজা ভেঙে ফেললে কাযা ওয়াজিব হয়
১. ইচ্ছা করে মুখ ভর্তি বমি করা।
২. কোনো অখাদ্য বস্তু খেয়ে ফেললে।
৩. কুলি করার সময় অনিচ্ছায় পানি পেটে চলে গেলে।
৪. সন্ধ্যা বিবেচনায় সূর্যাস্তের আগে ইফতার করলে।
৫. জোরপূর্বক রোজাদারকে কেউ পানাহার করালে।
৬. তরল ওষুধ লাগানোর কারণে তা পেটে বা মস্তিষ্কে পৌঁছে গেলে।
৭. সুবেহ সাদেক মনে করে ভোরে পানাহার করলে।
৮. ঘুমন্ত অবস্থায় কিছু খেয়ে ফেললে।
৯. দাঁত থেকে ছোলা পরিমাণ কোনোকিছু বের করে গিলে ফেললে।
১০. ভুলবশত কিছু খেয়ে রোজা ভঙ্গ হয়েছে ধারণা করে ইচ্ছাপূর্বক আবার খেলে।
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২০, ২০১৮)