খুলনায় বিএনপির ৪ নেতা কারাগারে
খুলনা ব্যুরো: খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ চারজন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
খুলনা সদর থানা পুলিশের ওপরে হামলার অভিযোগের একটি মামলায় তারা রবিবার দুপুরে আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন।
খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ শুনানি শেষে তাদের চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে আমীর এজাজসহ চারজনকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।
বিএনপির নেতাকর্মীরা হলেন খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, ছাত্রদল নেতা হেলাল আহমেদ সুমন, নাজমুল হুদা চৌধুরী সাগর, শেখ কামাল উদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির দিনে খুলনা সদর থানা পুলিশের ওপরে হামলা ও মারধরের ঘটনায় একটি মামলা দায়ের হয় (নং-১২)। ওই মামলার আসামি এ চারজন নেতা।
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৯, ২০১৮)