দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সিরিয়ায় হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। খবর- আনাদলুর। 

ইসরাইলি দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে শনিবার এ ট্যাংক হামলা চালায় ইহুদি রাষ্ট্রটি। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সূত্র জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলে দক্ষিণ কুনেইতরা এলাকার তুলুল আল-হুমুর গ্রামে কামানগোলা নিক্ষেপ করা হয়।

তবে এ ঘটনায় সিরিয়া ও ইসরাইলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।

সম্প্রতি ইরানের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিলে ইসরাইল সিরিয়ায় ইরানি সামরিক স্থাপনার ওপর হামলা চালায়।

প্রসঙ্গত, অভিযোগ রয়েছে শিয়া মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহকে মদদ দিচ্ছে ইরান। উভয়ই এখন সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ সরকারকে সামরিক সহায়তা দিচ্ছে। যার কারণে সিরিয়া-ইসরাইল সীমান্তে ইরানি শক্তি ও ইহুদি রাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২১, ২০১৮)