দিরিপোর্ট২৪ ঝিনাইদহ সংবাদদাতা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘প্রেরণা ৭১’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর সোয়া ২টায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে এ ভাস্কর্য উদ্বোধন করেন তিনি।

এর আগে, দুপুর ২টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি ঝিনাইদহ ক্যাডেট কলেজ হেলিপ্যাডে অবতরণ করে।

ভাস্কর্য উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিশ্রাম ও মধ্যাহ্নভোজের জন্য সার্কিট হাউজে যান। দুপুর পৌনে ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট, ওরাল স্যালাইন ফ্যাক্টরি, শিশু একাডেমি কমপ্লেক্স, সরকারি কেসি কলেজের নবনির্মিত চতুর্থতলা ভবন, ঝিনাইদহ পৌরসভা সম্প্রসারিত ভবন ও পোস্ট অফিস ভবন উদ্বোধন এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজের নতুন একাডেমিক ভবন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঝিনাইদহ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে তিনি স্থানীয় সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেন। সভায় সভাপতিত্ব করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি।

বর্তমান সরকারের আমলে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর।

(দিরিপোর্ট২৪ডটকম/ওএসআর/এমএআর/এমডি/অক্টোবর ০৮, ২০১৩)