রেল দুর্নীতির মামলা
ইউসুফ আলী মৃধার জামিন নামঞ্জুর, জেলে প্রেরণ
বিশেষ প্রতিনিধি : রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধা রেলওয়ে পূর্বাঞ্চলে নিয়োগ বাণিজ্যের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে মহানগর দায়রা জজ।
সোমবার দুপুরে সাড়ে ১২টায় মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
উভয় পক্ষের শুনানি শেষে দুপুর ১টায় আদালত তাকে জেলে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এর আগে রবিবার এ মামলায় আদালতে আত্মসমর্পণের পর আবুল কাশেম ও আনিসুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের পিএসের গাড়ি থেকে বস্তাভর্তি টাকা উদ্ধারের ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধাসহ তিনজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর কোতয়ালী থানায় দুর্নীতির মামলাটি দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক এসএম রাশেদুর রেজা। বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। আগামী ৪ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত আছে।
(দ্য রিপোর্ট/কেএইচ/জেএম/মার্চ ০৩, ২০১৪)