রাজশাহী ও চট্টগ্রাম প্রতিনিধি : রাজশাহী নগরীর ভেড়িপাড়ায় ও চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে ২ যুবক খুন হয়েছেন।

সোমবার (২১ মে) রাতে এ পৃথক ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

রাজশাহী : রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড়ে একদল সন্ত্রাসীর ছুরিকাঘাতে প্রশান্ত কুমার ঘোষ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় প্রশান্তের সঙ্গে থাকা শাকিল নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে নগরীর পুলিশ লাইন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত প্রশান্ত কুমার ঘোষ নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকার স্বপন কুমার ঘোষের ছেলে। তিনি পুলিশের টহল গাড়ি (হিউম্যান হলার) চালাতেন বলে পরিবারের লোকেরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, প্রশান্ত ঘোষ ও শালিক নামের আরেক যুবক মিলে পুলিশ লাইন হাসপাতালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চার থেকে পাঁচ জন যুবকের একটি দল পথরোধ করে প্রশান্ত ও তার সঙ্গী শাকিলের ওপর সশস্ত্র হামলা করে।

হামলাকারীরা প্রথমে প্রশান্তকে মারধর করে ও পরে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এলাকাবাসী আরও জানায়, ঘটনার সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। তাছাড়া পাশের মসজিদে তারাবি নামাজ চলছিল।

এদিকে হামলাকারীরা প্রশান্ত ও শাকিলকে ফেলে চলে গেলে এলাকাবাসী দ্রুত উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রশান্তকে মৃত বলে ঘোষণা করেন। তবে প্রশান্তর বন্ধু শাকিলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং নিহত ও আহতের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেন।

আরএমপির রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যকে জানান, প্রশান্ত খুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। প্রশান্ত পুলিশের ভাড়া করা গাড়ি চালাত। তবে পূর্ব শক্রতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে ওসি ধারণা করছেন। অন্যদিকে প্রশান্তর লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

চট্টগ্রাম : চট্টগ্রামে পূর্ব বিরোধের জের ধরে জিমনেসিয়াম তত্ত্বাবধায়কের ছুরিকাঘাতে মো. আরাফাত (২১) নামে এক বডিবিল্ডার যুবকের মৃত্যু হয়েছে। নগরের চান্দগাঁও থানাধীন মোহরা রাস্তার মাথা এলাকায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আরাফাত এ কে খান কোম্পানিতে চাকরি করতেন। তিনি মোহরার জেটি রোডস্থ কালামিয়ার বাড়ির মোহাম্মদ হোসেনর ছেলে বলে জানা গেছে।

চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, নগরের মোহরা কামাল বাজারে অবস্থিত ‘পপুলার জিমে’ নিয়মিত ব্যায়াম করতেন মো. আরাফাত। সোমবার ইফতারের পর প্রতিদিনের মতো সেখানে ব্যায়াম করতে যান তিনি। সেখানে জিমের তত্ত্বাবধায়ক আরমানের সঙ্গে আগে থেকে বিরোধ ছিল। ব্যায়াম শেষে চলে যাওয়ার সময় মোহরা রাস্তার মাথা এলাকায় আরমান তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশ গুরুতর আহত আরাফাতকে উদ্ধার করে রাত ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. জহিরুল ইসলাম গণমাধ্যকে জানান, আরাফাতের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চমেক হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২২, ২০১৮)