আফগানিস্তানে বোমা নিষ্ক্রিয়ের সময় বিস্ফোরণ, নিহত ১৬
দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের কান্দাহারে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক সরকার। খবর- টাইমস অব ইন্ডিয়ার।
জানা যায়, মঙ্গলবার জনবহুল এক বাসস্ট্যান্ডে বিস্ফোরক ভর্তি একটি কন্টেনার পড়ে থাকতে দেখে সেনা সদস্যরা সেটি নিষ্ক্রিয় করতে গেলে আচমকা বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৬ জন এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অন্তত ৩৮ জনকে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র দাউদ আহমাদি জানান, নিহত ১৬ জনের মধ্যে ৪ জন আফগান সেনা সদস্য রয়েছে এবং আহত ৩৮ জনের মধ্যে রয়েছে ৫ শিশুও। বিস্ফোরণে আশপাশের বাড়িঘর ছাড়াও রাস্তার ধারের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।
তবে কারা এ বিস্ফোরক রেখেছিল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে প্রচুর বিস্ফোরক, গ্রেনেড সহ আত্মঘাতী পোশাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কান্দাহার পুলিশ।
(দ্য রিপোর্ট/এনটি/মে ২৩, ২০১৮)