দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তান সরকারের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির নতুন প্রধান হিসেবে মোল্লা ফজলুল্লাহর নাম ঘোষণার পর শুক্রবার এ পরিকল্পনার কথা জানায় টিটিপি।

টিটিপি’র সুরা পরিষদ ও অন্তর্বর্তী প্রধান আসমাতুল্লাহ শাহীন বার্তা সংস্থা রয়টার্সকে অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে জানান, ‘আমরা সরকারি ভবন, পুলিশ, নিরাপত্তাবাহিনী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালাবো।’

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত পাঞ্জাব প্রদেশের সরকারি ভবন ও সেনাবাহিনী তাদের হামলার মূল লক্ষ্য বলে জানান শাহীন।

তিনি আরো বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা আছে। তবে, আমরা একটা বিষয় স্পষ্ট করতে চাই যে, আমরা বেসামরিক নাগরিক, বাজার কিংবা কোনো জনবহুল এলাকায় হামলা চালাবো না। তাই মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’

তিনি ড্রোন হামলার ব্যাপারে সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকার ড্রোন হামলার ব্যাপারে সব তথ্যই জানে। আসলে পাকিস্তান যুক্তরাষ্ট্রের দাসে পরিণত হয়েছে। পাকিস্তান এখন যুক্তরাষ্ট্রের উপনিবেশ।’

এদিকে, মার্কিন ড্রোন হামলা নিহত সাবেক তালেবান প্রধান হেকমুল্লাহ মেহসুদ ও তার সহযোগীরা সরকারের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিল। তবে নতুন তালেবান প্রধান মোল্লা ফজলুল্লাহ্ যেকোনো ধরনের আলোচনার তীব্র বিরোধী।

পাকিস্তান সরকারের পতন ঘটিয়ে ইসলামী শরিয়া আইন অনুযায়ী দেশ গড়ার জন্য লড়াই করে যাচ্ছে পাকিস্তান তালেবান। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এই সংগঠনটির আফগান তালেবানের সঙ্গে সম্পর্ক থাকলেও তাদের কার্যক্রম ভিন্ন। সূত্র: রয়টার্স।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)