সাতক্ষীরায় ফেনসিডিলসহ গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ফেনসিডিলসহ অজ্ঞাতপরিচয় (৪০) এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের চৌবাড়িয়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, লাশের পাশে একটি থলেতে ৪৮ বোতল ফেনসিডিল ছিল।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে চৌবাড়িয়া এলাকা থেকে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশে পড়ে থাকা অবস্থায় এক বস্তা ফেনসিডিল, একটি রিভলবার, একটি বন্দুকের গুলির খোলা ও একটি রাইফেলের গুলির খোসা পাওয়া গেছে।
তিনি আরও জানান, চৌবাড়িয়া-খানজিয়া সীমান্ত এলাকাটি চোরাচালান রুট হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে কোনো মাদক বিক্রেতা গ্রুপ নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে তাকে হত্যা করেছে। এ বিষয়ে আরও অধিকতর তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।
(দ্য রিপোর্ট/এনটি/মে ২৪, ২০১৮)