সাতক্ষীরায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জেবুন্নেসা বেগম (৫০) ওই গ্রামের আবদুল আজিজ সরদারের স্ত্রী। ঘটনার সময় আজিজ বাড়ির বাইরে ছিলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, রাতে দুর্বৃত্তরা প্রথমে গাছ বেয়ে বাড়ির ছাদে ওঠে। পরে জেবুন্নেসার ঘরে প্রবেশ করে। তার মুখে গেঞ্জি ঢুকিয়ে হত্যার পর কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যায়।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।
(দ্য রিপোর্ট/এনটি/মে ২৬, ২০১৮)