দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারিয়েছে এক কিশোর।

শুক্রবার (২৫ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পা হারানো কিশোরের নাম রনি (১৫)।।

বিচ্ছিন্ন পাসহ রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পথচারী আল আমিনসহ কয়েকজন।

পথচারীরা জানান, বিমানবন্দর রেলস্টেশন থেকে কমলাপুরগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় রনির ডান পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল আনা হয়।

পথচারী আল আমিন জানান, আহত কিশোর রনি কাছ থেকে তারা জানতে পেরেছে, সে পানি বিক্রি করে। কমলাপুর থেকে ট্রেনে পানি বিক্রি করতে করতে বিমানবন্দরে রেলস্টেশন এলাকায় যায়। পরে বিমানবন্দর থেকে আবার পানি বিক্রি করতে করতে কমলাপুরে আসার পথে এ দুর্ঘটনায় পড়ে রনির পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার বাবার নাম নাসির উদ্দিন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, বিচ্ছিন্ন পাসহ পথচারীরা রনিকে হাসপাতালে নিয়ে আসেন। তার চিকিৎসা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৬, ২০১৮)