সিলেটে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু
সিলেট প্রতিনিধি: জেলার সদর উপজেলায় বজ্রপাতে তিন সহোদরের মৃত্যু হয়েছে। সদর উপজেলার মীরেরগাঁওয়ের জিলকার হাওরে শনিবার সন্ধ্যায় বজ্রপাতে মারা যায় তারা।
নিহতরা হলো- সিলেট সদর উপজেলার মিরের গাঁও গ্রামের বদই আলীর ছেলে আব্দুল আমিন (২০), বাবুল মিয়া (১২) ও ইমন (৮)।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে তারা বাড়ির পাশে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৬, ২০১৮)