কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মিরপুর সেক্টর বিজিবি’র টাস্কফোর্সের বিশেষ টহলদল অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও ভারতীয় মালামাল বোঝাই ট্রাকসহ ২জনকে আটক করেছে।

শুক্রবার ভোর ৫টার সময় কুষ্টিয়া জেলার ইবি থানাধীন পাটিকাবাড়ী নামক স্থান থেকে এ আটকের ঘটনাটি ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মিরপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর নাহিদুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ টহলদল ওই স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মালামাল বোঝাই একটি ট্রাক(চুয়াডাঙ্গা-ড-১১-০০৫৩) এবং একটি বাজাজ বক্সার ১০০ সিসি মোটরসাইকেল(চুয়াডাঙ্গা-হ-১১-২০৯৭) উদ্ধার করে। এসময় তারা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মৃত রতন শেখের ছেলে আব্দুর রশীদ ও একই জেলার কোর্টপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ট্রাক ড্রাইভার মোরাদ হোসেনকে আটক করে।

আটকেরা জানায়, মালামালগুলো মুন্সিপুর বর্ডার দিয়ে অবৈধভাবে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে মিরপুর উপজেলার পোড়াদহ বাজারে আমজাদ মিয়ার সেতু গার্মেন্টেস এ আনলোড হওয়ার কথা ছিল।

(দিরিপোর্ট২৪/বিআরবি/এমসি/এমডি/নভেম্বর ০৮, ২০১৩)