দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগের গনকটুলি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (২৭ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অভিযান এখন পর্যন্ত চলছে।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে জানান, অভিযানে ওই এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা নিয়ে তাদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে। এলাকার সুইপার কলোনিতে নিয়মিত মাদক ব্যবসা ও বিক্রি হয় বলে পুলিশের কাছে তথ্যপ্রমাণ রয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

শনিবার (২৬ মে) দিনগত রাতে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও কমলাপুরে মাদকবিরোধী অভিযানে চালানো হয়। এ সময় মোট ৫২ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের সমন্বিত দলটি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৭, ২০১৮)