সাজেকে গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত
রাঙামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে তিন ইউপিডিএফ (প্রসিত) কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৮ মে) ভোর ৫টার দিকে বাঘাইহাট গঙ্গারাম করল্যাছড়ি নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুশীল চাকমা (৪৫), স্মৃতি চাকমা (৫০) এবং অটল চাকমা (৪০)। এ সময় কানন চাকমা নামের একজন আহত হন। এদের সকলের বাড়ি বাঘাইছড়ি উপজেলায়।
রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবীর গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপিডিএফের (প্রসিত) সংগঠক মাইকেল চাকমা বলেন, আমাদের তিন কর্মীকে আজ ভোরে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার জন্য জেএসএসকে (সংস্কার) দায়ী করেছেন।
তবে জেএসএস’র (সংস্কার) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা ঘটনা অস্বীকার করে বলেন, এটা তাদের মধ্যকার ঝামেলার কারণে হতে পারে। এ ঘটনার সঙ্গে জেএসএস (সংস্কার) সংযুক্ত নয়।
(দ্য রিপোর্ট/এনটি/মে ২৮, ২০১৮)