দ্য রিপোর্ট প্রতিবেদক: গুলশানের একটি রেস্তোরাঁয় বিরিয়ানিতে কাপড়ের রঙ মেশানোর প্রমাণ পাওয়ায় রেস্তোরাঁকে চার লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোজার মধ্যে ধারাবাহিক অভিযানের মধ্যে সোমবার দুপুরে গুলশান এলাকায় বিভিন্ন দোকানে যান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সারোয়ার আলম।

গুলশান ২ নম্বর সেকশনের গলির মধ্যে টিনের ঘরে চালানো ‘খুশবু বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে একটি দোকানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং খাবারে কাপড়ের রঙ মেশানোর প্রমাণ পান তিনি।

সারোয়ার বলেন, ‘গুলশান-২ নম্বরের এই রেস্টুরেন্টে অভিযান চালাতে গিয়ে দেখা যায়, তারা যে রঙ বিরিয়ানিসহ অন্য খাবারের সাথে মেশাচ্ছে, তা কাপড়ের রঙ। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’

এই কারণে চার লাখ টাকা জরিমানার পাশাপাশি দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

খাবারের দোকানে থাকা দুজনের একজনকে এক বছরের এবং অন্যজনকে ছয় মাসের কারাদণ্ডও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৮, ২০১৮)