খুলনা ব্যুরো : বাংলাদেশ নৌ-বাহিনীর ব্যবস্থাপনায় খুলনায় আর্ন্তজাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০১৮ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় নগরীর শিববাড়ী মোড়ে কবুতর, বেলুন উড়িয়ে এই বিশেষ র‍্যালির উদ্ধোধন করেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাটির এয়ার কমান্ডিং অফিসার এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।

এ সময় খুলনা নৌ-আঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর সামসুল আলম স্বাগত বক্তব্য দেন।

র‍্যালিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর,পুলিশ, বাংলাদেশে জাতিসংঘের সংস্থাসমূহ স্থানীয় প্রশনের কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বিএনসিসিসহ ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নিহত শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

উল্লেখ্য, ১৯৮৮ সালে সর্ব প্রথম শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পর হতে এ পযর্ন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের ১ লাখ ৫৬ হাজার ৪০৯ জন শান্তিরক্ষী সদস্য হিসাবে ৪০টি দেশে ৫৪টি মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশের ৭ হাজার ৭৫ জন শান্তিরক্ষী হিসাবে দায়িত্ব পালন করছেন। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্র বাহিনী ও পুলিশের ১৪২ জন জীবন উৎসর্গ করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৯, ২০১৮)