যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া থানা হাজতে রিমান্ডে থাকা তন্ময় কুন্ডু (২০) নামে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ মে) সন্ধ্যায় থানা হাজতের ভেতরে তার মৃত্যু হয়।

তন্ময় কুন্ডু বাঘারপাড়া পশ্চিমা বলরামপুর মাদরাসা কর্মচারী আসাদুজ্জামান হত্যা মামলার আসামি। তবে হাজতের ভেতরে তন্ময় আত্মহত্যা করেছে নাকি পুলিশি নির্যাতনে মারা গেছে সে বিষয়ে এখনও স্পষ্ট হওয়া যায়নি। তন্ময়ের গলায় আনুমানিক এক হাত লম্বা কম্বলের টুকরা জড়ানো ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তন্ময়কে যশোর জেলহাজত থেকে একদিনের রিমান্ডে থানায় আনা হয়। এরপর তাকে থানা হাজতে রাখা হয়। এ সময় ডিউটিরত কনস্টেবল হাজতের ভেতর তন্ময়কে দেখতে না পেয়ে বাথরুমে উঁকি দেন। সেখানেই তন্ময়কে অচেতন অবস্থায় দেখতে পেয়ে অন্যদের খবর দেয়া হয়। এরপর তাকে বাঘারপাড়ায় হাসপাতালে নেওয়া হয়।

বাঘারপাড়া হাসপাতালের কর্তব্যরত ডা. ইসরাত নাজনীন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তন্ময়ের মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, তন্ময় আত্মহত্যা করেছে। এর বেশি এখন বলতে পারছি না।

উল্লেখ্য, গত ১১ মে বাঘারপাড়ার পশ্চিমা বলরামপুর মাদরাসার অফিস সহকারী আসাদুজ্জামনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়। পরদিন থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। তন্ময় এ মামলার দুই নম্বর আসামি। এ মামলায় তন্ময়ের মা অর্পনা কুন্ডুকেও আসামি করা হয়। তিনি জেলহাজতে রয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৯, ২০১৮)