নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার সোনারগাঁয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন।

উপজেলার বারদী ইউনিয়নের শান্তিবাজারে মঙ্গলবার ভোরে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম জানান।

নিহত সুমন ওরফে টাওয়ার সুমন (৩৫) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জোয়াদিয়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১১টি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

ওসি মোর্শেদ বলেন, শান্তিবাজার এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, এ ঘটনায় তিনিসহ দুই কনস্টেবল আহত হলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তাদের চিকিৎসা দেওয়া হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধারের খবর জানায় পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৮, ২০১৮)