খুলনা প্রতিনিধি : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অনিয়মের কারণে ১৫ মে স্থগিত হওয়া তিন কেন্দ্রের পুনঃভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৩০ মে) সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে ভোট কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হবে।

এই নির্বাচনে একজন সাধারণ কাউন্সিলার ৩১ নং ওয়ার্ড এবং সরক্ষিত দুইজন কাউন্সিলারের জয়-পরাজয় নির্ধারণ হবে।

যেসব কেন্দ্রে ভোট গ্রহণ হবে সে গুলি হলো- ২৪ নং ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রের মোট ভোটার ২১২৪ জন। এই ভোটারের ফলে সংরক্ষিত ৯ নং আসনের কাউন্সিলা ভাগ্য নির্ধারন হবে। এই সংরক্ষিত আসনে বিএনপি সমার্থিত অনারশ প্রতিকের মাজেদা খাতুন ১২১৯৪ ভোট পয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকের রুমা খাতুন ১১৮৬১ ভোট নিয়ে ২য় স্থান এবং আওয়ামী লীগ সমার্থিত গ্লাস প্রতিকের লিভানা পারভিন ৮৯৯২ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ধারনা করা হচ্ছে এই আসনে বিএনপি প্রার্থীর মাজেদা খাতুনের সাথে স্বতন্ত্র প্রার্থী রুমা খাতুনের মূলত প্রতিদ্বন্দিতা হবে। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলার হিসাবে বিএনপি সর্মার্থিত সমশের আলী মিন্টুকে আগেই নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

অপরদিকে ৩১ নং ওয়ার্ডের লবনচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০১৬ জন মহিলা ভোটার এবং ৩১ নং ওয়ার্ড কাউন্সিলার কার্যালয়ের ১৬৯১ জন ভোটারের গ্রহণ সম্পন্ন হবে। ২ কেন্দ্রের মোট ভোটার হচ্ছে ৩০৭০ জন।
এই ৩১ নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলার পদে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান মিঠু ১২০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ২য় স্থানে রয়েছেন জামায়াতের শেখ জাহাঙ্গির হোসেন হেলাল এবং ৩য় স্থানে মহানগর ছাত্রলীগ সাধারন সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এই দুটি ভোট কেন্দ্রে সংরক্ষিত কাউন্সিলার পদে মূলত আওয়ামী লীগের লুৎফুন নেছা এবং বিএনপি সর্মার্থিত রোকেয়া ফারুকের মধ্যেই প্রতিদ্বন্দিতা হবে।

এদিকে রিটানিং অফিসার মো: ইউনুচ আলী জানিয়েছেন, সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ২২ জন পুলিশের পাশাপাশি তিনজন অস্ত্রধারীসহ দশজন আনসার থাকবে।

এছাড়া থাকবে র‍্যাবের চারটি মোবাইল টিম,পুলিশের তিনটি মোবাইল টিম ও একটি স্কাইকিং ফোর্স, এক প্লাটুন বিজিবি এবং তিন কেন্দ্রে তিনজন ম্যাজিষ্ট্রেট থাকবে। এছাড়া বিজিবির সাথেও একজন ম্যাজিষ্টেট থাকবে ।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩০, ২০১৮)