দ্য রিপোর্ট ডেস্ক : বঙ্গপসাগরে অবস্থানরত নিম্নচাপ দুর্বল হয়ে মিয়ানমার অতিক্রম করেছে। তবে সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দেশের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৩০ মে) দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে তিন নম্বর থেকে নামিয়ে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও দেশের পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া হতে পারে। সেই সঙ্গে বৃষ্টি-বজ্রবৃষ্টির শঙ্কা আছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩০, ২০১৮)