গাজীপুরে ট্রাকচাপায় ঝুট ব্যবসায়ী নিহত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় উজ্জল মিয়া (৩০) নামে এক ঝুট ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল গাজীপুর সিটি করপোরেশনের হরিণাচালা এলাকার শবদের আলীর ছেলে। তিনি ঝুট ব্যবসা করতেন বলে জানা গেছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা গণমাধ্যমকে জানান, কোনাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলে করে উজ্জল গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত উজ্জল কোনাবাড়ী এলাকায় ঝুট ব্যবসা করতেন।
(দ্য রিপোর্ট/এনটি/মে ৩১, ২০১৮)