মাদারীপুরে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু খলিফা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদক বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মে) ভোর ৪টার দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক এলাকায় এ ঘটনা ঘটে।
বাচ্চু শিবচর খলিফা পট্টি এলাকার সফর খলিফার ছেলে।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো রাতে মাদক উদ্ধারে টহল দিচ্ছিল পুলিশের একাধিক দল। এ সময় পুলিশ শিবচরের শম্ভুক নদের কাছে গেলে মাদক বিক্রেতাদের দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ের শব্দ শুনতে পায়। পুলিশ কাছাকাছি পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ত্রিমুখী গুলিবিনিময়ের একপর্যায়ে বাচ্চু গুলিবিদ্ধ হন এবং অন্য মাদক বিক্রেতারা পালিয়ে যান। পরে আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, তিন রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বাচ্চুর বিরুদ্ধে শিবচরসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/মে ৩১, ২০১৮)