ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এক পুকুর থেকে রহমত উল্লাহ কালাচাঁন (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক গৌরীপুর রেল কোয়ার্টার এলাকার আব্দুল জলিলের ছেলে।

নিহতের বাবা জানান, বুধবার ইফতারের আগে বাসা থেকে তার ছেলে কালাচাঁনকে বন্ধুরা ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। এ সময় তিনি বলেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মদ জানান, গৌরীপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে মকুল মিয়ার পুকুরে পানিতে ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/টিআই/এমএসআর/মে ৩১, ২০১৮)