দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি’র সিনিয়র নেতাদের বৈঠক ডাকা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে আগামী ৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ও নির্বাচনপূর্ব জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০১, ২০১৮)