গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের উলুখোলায় সড়কে কর্তব্যরত এক পুলিশ সদস্য ট্রাক চাপায় নিহত হয়েছেন।

অপরদিকে কোনাবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।

নিহতরা হলেন- জয়দেবপুর থানার মীরের বাজার পুলিশ ক্যাম্পের এএসআই মো. আমজাদ হোসেন ও গাজীপুর সিটি করপোরেশনের জাঝড় এলাকার অঞ্জন বোসের ছেলে সাগর বোস (২৯)।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, আমজাদ হোসেন বৃহস্পতিবার মধ্যরাতে মীরের বাজার এলাকায় দায়িত্বপালন করছিলেন।

ঢাকা-বাইপাস সড়ক থেকে যানজট কমানোর চেষ্টার সময় মোটরসাইকেল নিয়ে তিনি উলুখোলা এলাকায় চাল বোঝাই একটি ট্রাকের সামনে দাঁড়ান। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি আমজাদকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপর ঘটনাটি ঘটে রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাজাবাড়ি এলাকায়।

সালনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, সাগর বোস তার বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে কোনাবাড়ি থেকে গাজীপুর শহরের জাঝর এলাকায় তাদের বাড়িতে ফিরছিলেন।

তারা রাজাবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। তার বাবা অঞ্জন বোসও আহত হন। অঞ্জন বোসকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০১, ২০১৮)