দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা।

শুক্রবার (২ জুন) দিবাগত রাতে মোহাম্মদপুর ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের দাবি, আটককৃতরা সবাই মাদক বিক্রেতা। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার দিবাগত রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুর ও কামরাঙ্গীরচর এলাকায় এ অভিযান চলে। এ সময় ১৫ মাদক বিক্রেতাকে আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০২, ২০১৮)