শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে ধান বোঝাই ট্রাক খাদে পড়ে ধান কাটার তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় শ্রমিক।

শনিবার (২ জুন) দিবাগত রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করতে সক্ষম হন।

নিহতরা হলেন- ইদ্রিস বিশ্বাস (৭০), রহমত গাজী (৪০) ও নাইমুল ইসলাম (১৭)। তারা সবাই সাতক্ষীরা জেলার আসাশনী এলাকার বাসিন্দা ছিলেন।

আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছ। তারা হলেন- ইসমাইল সরদার (৩৫), মহসিন (৪০), হামিদ (৩০), রবিউল ইসলাম (১৭) ও মালেক (২০)।

এছাড়াও বাকি তিনজন আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- খায়রুল ইসলাম (৩৫), মালেক সরদার (৪০), আব্দুল আলিম (৩০) ও রবিউল গাজী (২৫)।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কানার বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ তিন শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাকের নিচ থেকে কাদা সরিয়ে প্রথমে নাইমুলের এবং পরে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৩, ২০১৮)