সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ি খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাদপুর জিআর ব্রিজের কাছে পাবনা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। লাশগুলো হাইওয়ে থানায় রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরচিয় জানা যায়নি।
এর আগে গত শুক্রবার দিনগত রাত তিনটার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সয়দাবাদ এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হন।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৩, ২০১৮)