তুরস্কে স্পিডবোট ডুবে ৯ জনের মৃত্যু
দ্য রিপোর্ট ডেস্ক: তুরস্কের ভূমধ্যসাগরে শরণার্থীবাহী একটি স্পিডবোট ডুবে ছয় শিশুসহ নয়জন মারা গেছেন ও এক জন নিখোঁজ রয়েছেন।দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আনতালিয়া উপকূলের ভূমধ্যসাগরে রবিবার এই দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া স্পিডবোটটিতে ১৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ডুবে যাওয়া স্পিডবোটটির পাঁচ আরোহীকে উদ্ধার করেছে তুরস্কের কোস্টগার্ড ও জেলেরা।
তুর্কি কোস্টগার্ড তিন পুরুষ ও এক নারীকে এবং নিকটবর্তী জেলে নৌকাগুলো আরেক পুরুষকে উদ্ধার করেছে।
পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ছয়টি শিশু, দুই পুরুষ ও এক নারীর লাশ খুঁজে পায়। নিখোঁজ আরেকজনকে খুঁজে পেতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।
শরণার্থীরা সবাই ইউরোপে অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৩, ২০১৮)