চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকসেবী ছেলে সুমন (২৬) দা দিয়ে কুপিয়ে বাবা তাজুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া কামিজ উদ্দিন বেপারি বাড়িতে রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তাজুল ইসলামের ভাই সুলতান মিয়া বলেন, ‘হাজীগঞ্জ বাজার থেকে ঘর তৈরির জন্য কাঠ চিরে নৌকায় নিয়ে বাড়ি ফিরে তার ভাই তাজুল ইসলাম। ওইসময় ছেলে সুমন একই বাড়ির শুকুর আলম নামে এক লোকের সঙ্গে ঝগড়া করছিল। এক পর্যায়ে সুমন ধারালো দা নিয়ে শুকুরকে তাড়া করে। শুকুরকে কোপাতে না পেরে নৌকাতে থাকা বাবা তাজুল ইসলামকে এলাপাতাড়ি কোপাতে থাকে।’

নৌকায় থাকা প্রত্যক্ষদর্শী মান্নান মিয়া বলেন, কাঠগুলো বাড়িতে তোলা শেষ করে তাজুল ইসলাম নৌকাটা পরিষ্কার করছিলেন। এ সময় তার ছেলে সুমন তাকে কোপাতে থাকেন। তখন বাবা তাজুল ইসলাম বাঁচার জন্য ছেলেকে যত টাকা লাগবে প্রতিদিন তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ছেলের কাছ থেকে রেহাই পায়নি হতভাগ্য বাবা তাজুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন, মাদকসেবী সুমন ওয়ার্ড কাউন্সিলর ভুট্টো কমিশনারের সহযোগী। ভুট্টো কমিশনারের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

মেয়ে হালিমা বেগম বলেন, ‘আমার এই ভাই মাদকাসক্ত। তাকে একাধিকবার থানা পুলিশের কাছে দিয়েছি। জামিনে এসে আবার মাদকে জড়িয়ে যায়।’

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম বলেন, ওই ছেলেকে শিগগির আটক করা হবে। উপ-পরিদর্শক জয়নাল আবেদীনকে পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৩, ২০১৮)