দ্য রিপোর্ট ডেস্ক: গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুলে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্পেন।

রিয়াল সোসিয়াদের রাইটব্যাক আলভারো ওডরিজোলা স্পেনের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন। ম্যাচের ২৯তম মিনিটে দারুণ ভলিতে বল সুইজারল্যান্ডের জালে পাঠান আলভারো।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে জুভেন্টাসের স্টেফেন লিচটেন্টায়ার শট ঠিকমতো তালুবন্দি করেছিলেন ডেভিড ডি গিয়া। কিন্তু শেষ মুহূর্তে তার হাত থেকে বল ফসকে যায়। ডি বক্সের ভেতরে থাকা সুইস ফুলব্যাক রিকার্ডো রদ্রিগেজ ডান পায়ে শট নিয়ে বল জালে পাঠান। ১-১ এ সমতা।

অবশ্য স্পেনের কোচ জুলিয়েন লোপেটেগুই তারকা খেলোয়াড়দের ছাড়া মাঠে নেমেছিলেন। রিয়াল মাদ্রিদের হয়ে যারা শেষ সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ খেলেছেন তাদেরকে রাখেননি জুলিয়েন। বার্সেলোনারও কয়েকজনকে বিশ্রাম দিয়েছেন। ম্যাচ ড্র হওয়ায় জুলিয়েনের গত দুই বছর ধরে অপরাজিত থাকার রেকর্ডটি এখনও অক্ষুন্ন রইল।

রাশিয়া বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটি শেষ ম্যাচ ছিল স্পেনের। স্বাগতিক দর্শকদের জয় উপহার দিতে না পারায় কষ্ট পেয়েছেন স্পেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার। বিশ্বকাপে অংশ নিতে আগামী সপ্তাহে রাশিয়া যাবে স্পেন। মূল মঞ্চে মাঠে নামার আগে আরেকটি সুযোগ পাচ্ছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার তিউনেশিয়ার বিপক্ষে খেলবে তারা। বিশ্বকাপে বি গ্রুপে পড়েছে স্পেন। সচি স্টেডিয়ামে ১৫ জুন তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ পর্তুগাল।

বিশ্বকাপের আগে সুইজারল্যান্ড নিজেদের ঘরের মাঠে শুক্রবার জাপানের বিপক্ষে খেলবে। ১৭ জুন ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে তারা।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৪, ২০১৮)