চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রনি কারাগারে
চট্টগ্রাম প্রতিনিধি : চাঁদাবাজির একটি মামলায় নগর ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৪ জুন) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওসমান গণির আদালত এ আদেশ দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউসন) কাজী সাহাবুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল চকবাজার থানায় রনিসহ কয়েকজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খান। সেই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন রনি। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে জামিন বর্ধিত করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
(দ্য রিপোর্ট/এনটি/জুন ০৪, ২০১৮)